মার্চেন্ট বিকাশ নাম্বার: 01886170989
বুকিং মানি অফেরতযোগ্য
পেমেন্ট করার পর ওয়েবসাইটে রোগীর প্রয়োজনীয় তথ্য সাবমিট না করলে, সিরিয়াল পাবেন না |
১. | বিকাশ অ্যাপ থেকে অথবা *247# ডায়াল করে Payment অপশন সিলেক্ট করুন। ওয়েবসাইটের bKash Payment লিংকের মাধ্যমেও পেমেন্ট করা যাবে। |
২. | বিকাশ Payment অপশনে গিয়ে প্রাপক এর স্থানে 01886170989 মার্চেন্ট নাম্বার দিন। এরপর অ্যামাউন্ট এর স্থানে 100 টাকা লিখুন। |
৩. | এরপর Reference এ রোগীর নাম উল্লেখ করতে পারেন এবং আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে পেমেন্ট নিশ্চিত করুন। পেমেন্ট সম্পন্ন হওয়ার পর বিকাশ হতে যে SMS বা নোটিফিকেশন পাবেন সেখানে প্রাপ্ত ট্রানজেকশন আইডি (TrxID) সংরক্ষণ করুন।ট্রানজেকশন আইডি (TrxID) নমুনা দেখুন |
৪. | Appointment Date থেকে আপনার কাঙ্খিত তারিখ সিলেক্ট করুন। এরপর আপনার বিকাশ নাম্বার এবং ট্রানজেকশন আইডি (TrxID) ও অন্যান্য তথ্য দিয়ে Confirm Appointment বাটনে ক্লিক করুন। ট্রানজেকশন আইডি লেখার সময় আগে বা পরে কোন স্পেস দিবেন না। Confirm Appointment বাটনে ক্লিক না করলে আপনার বুকিং সম্পন্ন হবে না। |
৫. | মার্চেন্ট নাম্বারে সেন্ড মানি করা যায় না, তাই পেমেন্ট অপশন থেকে পেমেন্ট করুন। এক্ষেত্রে কোন অতিরিক্ত বিকাশ চার্জ প্রদান করতে হয় না। ১০০ টাকা বাদ দিয়ে, অবশিষ্ট ভিজিট ফি চেম্বারে প্রদান করতে হবে। ১০০ টাকার বেশি বিকাশ পেমেন্ট করবেন না। মার্চেন্ট নাম্বারে বিকাশ লিমিটের কারণে চাইলেও সকল পেমেন্ট ফেরত দেয়া যায় না, তাই অকারণে বিকাশ পেমেন্ট করবেন না। বিকাশ নাম্বারে কল করা এবং মোবাইল রিচার্জ করা হতে বিরত থাকুন। |
৬. | ভুল তথ্য প্রদানকারীর বুকিং বাতিল করে দেয়া হবে। অসত্য বিকাশ তথ্য দিয়ে বারবার অ্যাপয়েন্টমেন্ট নেয়ার চেষ্টা করলে, ভবিষ্যতে পেমেন্ট করে তথ্য প্রদান করলেও আর অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। |