লিউকোরিয়া (অতিরিক্ত সাদাস্রাব) সম্পর্কে জানুন
লিউকোরিয়া (অতিরিক্ত সাদাস্রাব) সম্পর্কে জানুন
জীবনের বিভিন্ন পর্যায়ে একজন নারীকে বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যার মধ্যে দিয়ে পার করতে হয়। স্বাস্থ্যগত বিষয়ে সচেতনতার অভাব, লজ্জাবোধ, সংসার জীবনে কাজের চাপ, পারিপার্শ্বিকতাসহ নানা কারণে নারীরা পুরুষের তুলনায় বেশি স্বাস্থ্য সমস্যায় ভুগে। এমনও নারী আছে যারা দিনের পর দিন স্বাস্থ্য সমস্যায় ভুগতে থাকে কিন্তু পরিবারের কাউকে জানান না, চিকিৎসকের কাছেও যান না। ফলে রোগ আরও জটিল আকার ধারণ করে।
ছবি: লিউকোরিয়া (অতিরিক্ত সাদাস্রাব)
লিউকোরিয়া বা সাদাস্রাব নারীদের খুব সাধারণ একটি সমস্যা। যেকোনো বয়সে এটি হতে পারে। খুব বেশি পরিমাণে না হলে এটি কোনো রোগ নয়। এটি নিয়ে দুশ্চিন্তারও কারণ নেই। যখন অন্যান্য সময়ের তুলনায় অত্যাধিক স্রাব হচ্ছে এবং সেই স্রাব কাপড়ে লেগে হলুদাভ, সাদাটে অথবা বাদামি দাগ পড়ে যাচ্ছে তখন ধরে নেয়া যায় যে এটা লিউকোরিয়া৷ যদি এর কারণে স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটে তাহলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করাটা জরুরি।
কারণ:
১। বয়ঃসন্ধির শুরুর সময়ে হরমোনের কারণে
২। পিরিয়ড হওয়ার আগে ও পরে
৩। জন্মনিয়ন্ত্রণ পিলের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেও হতে পারে
৪। গর্ভাবস্থায়ও বিভিন্ন কারণে হতে পারে
৫। জন্মের পরপর কন্যা-শিশুদেরও লিউকোরিয়া হতে পারে
৬। বিভিন্ন জীবাণুর কারণেও লিউকোরিয়া হতে পারে
৭। অতিরিক্ত দুশ্চিন্তা, মানসিক অশান্তি, দুর্বল স্বাস্থ্য, রক্তশূন্যতা, অপুষ্টির কারণেও লিউকোরিয়া হতে পারে
৮। ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়ামের অভাব, কিডনির অসুখ, থাইরয়েড সমস্যা, ডায়াবেটিস, জরায়ু মুখে পলিপ, ঘা, ইনফেকশন এর কারণেও হতে পারে
এছাড়াও নানা কারনে লিউকোরিয়া হতে পারে।
জীবাণু সংক্রমণ বা যৌনসংক্রামক রোগের কারণ লিউকোরিয়া হলে অতিরিক্ত ও দুর্গন্ধযুক্ত সাদাস্রাব, যৌনাঙ্গে চুলকানি ও অন্যান্য উপসর্গ দেখা দেয়।
পরামর্শ/প্রতিরোধ ব্যবস্থা:
১। সুতির পরিষ্কার অন্তর্বাস ব্যবহার করতে হবে
২। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে
৩। পুষ্টিকর খাবার খেতে হবে
৪। পর্যাপ্ত পানি পান করতে হবে
৫। পর্যাপ্ত ঘুমাতে হবে
৬। দুশ্চিন্তা পরিহার করতে হবে
উপর্যুক্ত পরামর্শ মেনে চললে লিউকোরিয়া থেকে মুক্ত থাকা সম্ভব। সঠিক সময়ে চিকিৎসা না করালে পরবর্তীতে আরও নানা জটিলতা দেখা দিতে পারে। তাই লিউকোরিয়া নিয়ে অহেতুক দুশ্চিন্তা না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
ডা. শাহিদা আক্তার রাখী
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (অবস এন্ড গাইনী)
অবস এন্ড গাইনী বিশেষজ্ঞ ও সার্জন
ট্রেইন্ড ইন ইনফার্টিলিটি এন্ড ল্যাপারোস্কপিক সার্জারি
চেম্বার: গোমতী হাসপাতাল প্রাইভেট লিমিটেড
নজরুল এভিনিউ, ২য় কান্দিরপাড়, কুমিল্লা
হটলাইন: 01879-970055, 01711-798083
রোগী দেখার সময়: বিকাল ৪টা হতে রাত ৮টা (শুক্রবার চেম্বার বন্ধ)
সিরিয়াল দুই ভাবে নেয়া যায়:
সকাল ১০টায় 01958-422803 নাম্বারে কল করে। সিরিয়াল নেয়া শেষ হলে মোবাইল বন্ধ থাকে।
এবং ওয়েবসাইট হতে অগ্রিম সিরিয়াল নেয়া যায়।
গর্ভাবস্থার শেষ তিন মাস || Third Trimester
গর্ভাবস্থার শেষ তিন মাস || Third Trimester মা হওয়ার মুহুর্তগুলো একদিকে যেমন আনন... বিস্তারিত
গর্ভকালীন ৪ থেকে ৬ মাস || Second Trimester
গর্ভকালীন ৪ থেকে ৬ মাস || Second Trimester গর্ভাবস্থার ১৩ থেকে ২৬ সপ্তাহ পর্যন্... বিস্তারিত
অ্যাপয়েন্টমেন্ট বাতিল ও তারিখ পরিবর্তন করার নিয়ম
অ্যাপয়েন্টমেন্ট বাতিল ও তারিখ পরিবর্তন করার নিয়ম একজন চিকিৎসকের পক্ষে একদিনে অস... বিস্তারিত
গর্ভাবস্থার প্রথম তিন মাস || First Trimester || গর্ভবতী মায়ের যা যা জানা দরকার
গর্ভাবস্থার প্রথম তিন মাস || First Trimester প্রতিটি নারীর স্বপ্ন থাকে মা হওয়ার... বিস্তারিত
এখানে ডেলিভারি করাতে আগ্রহী হওয়ার আগে, যা অবশ্যই জানা উচিত
এখানে ডেলিভারি করাতে আগ্রহী হওয়ার আগে, যা যা অবশ্যই জানা উচিত আপনার আগ্... বিস্তারিত
গর্ভকালীন করণীয় ও বর্জনীয়
গর্ভকালীন করণীয় ও বর্জনীয় গর্ভাবস্থা মা ও সন্তান উভয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্... বিস্তারিত